
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালের পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। এসময় আগত রোগী ও ডাক্তারদের সাথে কথা বলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান এসময় হাসপাতালের সামগ্রিক সেবার বিষয় বর্ণনা করেন।
করোনা আতঙ্কে হাসপাতালে রোগির সংখ্যা একেবারেই কমে গেছে। ডাক্তারগণ ইতোমধ্যে মাস্ক ও সরকারি, বেসরকারি সহযোগিতায় কিছু পিপিই পেয়েছেন।
উল্লেখ্য এখনো কাজিপুরে করোনা রোগী সনাক্ত হয়নি। উপজেলা চেয়ারম্যান জানান, যেকোন পরিস্থিতি মোকাবেলায় ডাক্তারদের সাথে নিয়ে আমরা কাজ করে যাবো। এসময় চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।
