
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা বিশ্বে যখন করোনা ভাইরাস (কভিট১৯)এর ভয়াল থাবায় দিশেহারা মানব সভ্যতা । মানবতার দেয়াল তুলে সবাইকে একটু শান্তির পরশও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মানাবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ক্ষুদ্র প্রয়াসে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছে সামান্য সহযোগিতায় চাল,ডাল,লবন,সাবান নিয়ে ।
বিভিন্ন বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে তুলে দেন এ সব সামগ্রী। সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন,সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন ঘাটাইল সংবাদদাতা উত্তম আর্য্য, সহ সভাপতি আলহাজ¦ ওয়াহেদ আলী সরকার,সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূইয়া,অর্থ সম্পাদক আলহাজ্ব শাজাহান আলী সরকাকার,দপ্তর সম্পাদক মো.আতিকুর রহমান আলমঙ্গীর, পৌর শাখার মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ শামসুল হুদা চৌধুরী,সাধাররণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ,মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিরল রুবি ইসলাম অর্থ সম্পাদক মোঃ মিন্টু মিয়া প্রমুখসহ বিভিন্ন মানবাধিকার কর্মীকরা ।
