রফিকুল আলম, ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় করোনা দূর্যোগে কর্মহীন অভুক্ত মানুষের কান্নায় খাবার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন ভ্রমণকন্যাদের সংগঠন ট্রাভেলেরটস অফ বাংলাদেশ নামে একটি স্বেচ্চাসেবী সংগঠনের সেবক নাবিলা তাবাচ্ছুম।
সোমবার সকালের দিকে তিনি ওই স্বেচ্চাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া, দেউড়িয়া, গোপালনগর ও গজিয়াবাড়ি গ্রামে অভুক্ত মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন। খাবারের প্যাকেটে রয়েছে ডাল, তেল, আটা, চিড়া, মুড়ি, মরিচ ও সাবান। এসব মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি এক প্যাকেট করে খাবার সামগ্রী পৌছে দেন।
জানা গেছে, নারীদের ভ্রমণ বিষয়ক সংগঠন 'ট্রাভেলেটরস অফ বাংলাদেশ' (ভ্রমণকন্যা) চলমান করোনা সংকট মোকাবেলায় অসহায় অভুক্ত মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করছেন। অলাভজনক সংগঠনটির মানবিক কর্মস‚চী সামাজের বিত্তবানদের মানবিক অনুদান থেকে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে সংগঠনটি দেশের ৫টি জেলায় করোনায় কর্মহীন অভুক্ত মানুষের ঘরে চাল, ডাল, তেল, আটা, চিড়া, মুড়ি, মরিচ ও সাবান সমৃদ্ধ একটি করে প্যাকেট পৌছে দিয়েছেন।