গাইবান্ধা জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে লক ডাউন গাইবান্ধায় আজ ১৩ এপ্রিল নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত ৩২৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০ জন।
এছাড়া ৬ জন করোনা আক্রান্ত রোগীসহ আইসোলেশনে রয়েছেন ৯ জন। গাইবান্ধা সিভিল সার্জন অফিসের করোনা ভাইরাস সংক্রান্ত কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে গাইবান্ধায় ১৩ এপ্রিল সোমবার হোম কোয়ারেন্টাইন থেকে কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নতুন করে আরও ৩শ’ ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলার সাত উপজেলায় ৯শ’ ১১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। নমুনা পরীক্ষার ফলাফল না জানা পর্যন্ত তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
এ পর্যন্ত জেলায় মোট হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ১ হাজার ১শ’ ২৫ জনকে আর কোয়ারেন্টিন শেষে ছাড়প্রাপ্ত হয়েছেন ২শ’ ১৪ জন। এছাড়া গত ১ মার্চ থেকে বিদেশ আগত রয়েছেন ৯শ’ ২৯ জন। এরমধ্যে বিদেশ আগত ব্যক্তি ৪শ’ ৪৪ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা হয়েছে। অবশিষ্ট ৪৮৫ জন বিদেশ ফেরত ব্যক্তির অবস্থান এখনও চিহ্নিত করতে পারেননি সংশ্লিষ্টরা।