কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দশ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে আটক তিন ইউপি সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী তাদের জরিমানা করেন। এসময় তাদের নিকট থেকে কার্ডের চাল বঞ্চিতদের পুরো চাল বুঝে দেবে মর্মে মুচলেকা নেয়া হয়।
বুধবার সরেজমিন হরিনাথপুর চাল বিতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় কার্ডধারীরা তাদের চাল বুঝে নিচ্ছেন।
সেখানে তদারকি করছেন কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রসেনজিৎ তালুকদার শুভ এবং কাজিপুর খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান।
উল্লেখ্য সোনামুখী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন, ৬ নং ওয়ার্ডের আসাদুল ইসলাম এবং ৪.৫.ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ছরভানু খাতুনকে মঙ্গলবার দুপুরে দশ টাকা কেজির চালের কার্ডদারীদের চাল মেরে দেবার অপরাধে আটক করেন।