রফিকুল আলম, ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় খাটিয়ামারী বাজারের আনিছুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভিরতাকো নামে নকল কীটনাশকের ১০টি প্যাকেট জব্দ করেছেন সিনজেনটা কোম্পানীর পরিবেশক। বুধবার দুপুরের দিকে কীটনাশক জব্দ করার পর স্থানীয় ভাবে বৈঠক বসে ওই ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জান যায়, বিশারদিয়াড় গ্রামের আনিছুর রহমান সরকারি অনুমতি ছাড়াই মাখাটিয়ামারী বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের কীটনাশক বিক্রি করছেন। তিনি একই সাথে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নামে নকল কীটনাশক বিক্রি করেন। তার নিকট থেকে নকল কীটনাশক কিনে প্রতারিত হচ্ছেন স্থানীয় কৃষকেরা।
আমাদানীপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, আমার জমিতে বোর ধান গাছে মাজরা পোকা আক্রমন করেছে। এই পোকা দমণে ভিরতাকো কীটনাশক ভাল কাজ করে। তাই আনিছুর রহমানের নিকট থেকে ৩ প্যাকেট ভিরতাকো কিনে ধানের জমিতে প্রয়োগ করে কাজ হয়নি। এ বিষয়ে সিনজেনটা কোম্পানীর পরিবেশকের নিকট অভিযোগ করা হয়েছে।
ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, আমি কীটনাশকের ব্যবসা করলেও নকল কোন ঔষধ বিক্রি করি না। তা ছাড়া কৃষক নুরুল ইসলামের নিকট আমি নকল কোন কীটনাশক বিক্রি করি নাই। স্থানীয় কতিপয় ব্যবসায়ীর ইন্দনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
সিনজেনটা কোম্পানীর পরিবেশক আকরাম হোসেন বলেন, ব্যবসায়ী আনিছুর রহমানের দোকান থেকে নকল ভিরতাকো নামে কীটনাশক জব্দ করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রন্তুতি গ্রহন করি। এসময় স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে তাকে প্রথম বারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে।