
সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনার নমুনা সংগ্রহের জন্য রাজধানী ঢাকার বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৪টি বুথ সক্রিয় রয়েছে। এতে যে কেউ বিনা পয়সায় তাদের নমুনা দিয়ে যেতে পারবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বুথগুলোতে নমুনা সংগ্রহ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠনটির নাম জে কে জি হেলথকেয়ার। এটি ওভাল গ্রুপের একটি অঙ্গসংগঠন। এরা স্বাস্থ্য অধিদফতরের অনুমতি নিয়ে এক মাস ধরে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করে আসছে।
নমুনা সংগ্রহের জন্য সংগঠনটি ঢাকা ও নারায়ণগঞ্জের পৃথক ছয়টি স্থানে ৪৪টি বুথ স্থাপন করেছে। এসব এলাকা থেকে প্রতিদিন তিনশ’ থেকে সাড়ে তিনশ’ জনের নমুনা সংগ্রহ করে থাকে। পরে সেটি সরকার–নির্ধারিত করোনা শনাক্তকরণ ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়া হয়। যারা নমুনা দেন, সেই পরীক্ষার ফলাফল মুঠোফোনের মাধ্যমে তাদের জানিয়ে দেয়া হয়।
জানা গেছে, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ আদর্শ গার্লস কলেজ এবং কড়াইল বস্তি এলাকায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করেছে জে কি জে হেলথকেয়ার।
এছাড়া গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও সিদ্ধিরগঞ্জের এম এইচ বুলু স্কুল অ্যান্ড কলেজে বুথের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে।
ওভাল গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী বলেন, সরকারের অনুমতি সাপেক্ষে আমরা সর্বপ্রথম করোনার ঝুঁকিপ্রবণ অঞ্চল নারায়ণগঞ্জে বুথ স্থাপন করি। পরবর্তী সময়ে ঢাকার কয়েকটি এলাকায় এই বুথ স্থাপন করা হয়। ফলে ওই সব এলাকার মানুষ ঝুঁকি এড়িয়ে নমুনা পরীক্ষা করাতে পারছে।
আমার জানামতে, বেসরকারি কোনো প্রতিষ্ঠান হিসেবে আমরাই প্রথম, এই নমুনা সংগ্রহ করছি- যোগ করেন তিনি।
সাবরিনা আরিফ চৌধুরী আরো বলেন, যিনি মনে করছেন, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। সেসব মানুষ আমাদের বুথে আসার পর নমুনা দিতে পারছেন। তবে আমাদের বুথে নমুনা দিতে হলে মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
‘বুথে আসার পর আমাদের প্রশিক্ষিত কর্মীরা করোনা আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির কাছে কয়েকটি তথ্য জানতে চান। যেমন, তিনি ডায়াবেটিস কিংবা কিডনিজনিত রোগে ভুগছেন কি না। এমন কোনো ব্যক্তির সংস্পর্শে গেছেন কি না, যিনি করোনাভাইরাসে আক্রান্ত। সব তথ্য ডেটা ফর্মে লিপিবদ্ধ করার পর প্রশিক্ষিত কর্মীরা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।’
রাজারবাগ, সবুজবাগ, খিলগাঁও ও কড়াইল বস্তির পাশাপাশি আগামী সপ্তাহ থেকে নমুনা সংগ্রহের জন্য রাজধানীর গুলশান, উত্তরা ও বাড্ডা এলাকায় বুথ স্থাপন করা হবে বলে জানা গেছে।
করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহভাজন যে কেউ নমুনা দেয়া এবং পরীক্ষার ফলাফল জানার ব্যাপারে প্রতিষ্ঠানটির মুঠোফোন (+৮৮০১৭৯২৪৪৪১১১) নম্বরে যোগাযোগ করতে পারবেন।