
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর: জামালপুরের ইসলামপুরে করোনার ত্রান তহবিলে আশার খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে।
উপজেলা পরিষদ চত্তরে রবিবার বিকালে স্থানীয় রিজিওনাল ম্যানেজার আব্দুল বাসেদ সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল মহোদয়ের নিকট ২ শত প্যাকেট ত্রান সামগ্রী হস্তান্তর করেন।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু , ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল নাসের,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলাম পুর শাখা ম্যানেজার মোঃ মোজাম্মেল হক, আব্দুল কুদ্দুছ,সহকারী ম্যানেজার মোঃ আব্দুল সামাদ উপস্থিত ছিলেন।