
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : বিএনপি’র নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমিত ক্ষতি গ্রস্হ কর্মহীন, দুস্ত, অসহায়, বয়স্ক, বেকার ও দলীয় কর্মীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল, চাল, ডাল, তৈল, চিনি, সেমাই দুধ ইত্যাদি।
মঙ্গলবার (১৯ তারিখ) দুপুর ১২ টায় টঙ্গীর হোসেন মার্কেট মুক্তার বাড়ি ঈদ গাঁ মাঠে প্রায় ৮০০ শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার, ৫৪ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক, টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক ইসমাইল সিকদার বসু, জসিম উদ্দিন প্রমুখ।