শ্রীবরদীতে করোনায় এক যুবক আক্রান্ত

S M Ashraful Azom
শ্রীবরদীতে করোনায় এক যুবক আক্রান্ত

রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে করোনায় এক যুবক আক্রান্ত হয়েছে। শনিবার রাতে আজিম (২০) নামে ওই যুবকের দেহে কভিড- ১৯ পজেটিভ পাওয়া গেছে।

 করোনায় আক্রান্ত এই যুবক উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের পূর্ব ইন্দিলপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। রাতে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

এ সময় ওই যুবকের বাড়ির আশপাশে আরো ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান।

এ নিয়ে উপজেলা ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে এদের মধ্যে ২জন সুস্থ্য হয়েছেন। আরেক জন নিজ বাড়িতে আইসোলেশনের রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।

তিনি জানান, প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের এক আয়া সহ দু’জন করোনায় আক্রান্ত হয়। পরে তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান। এর পর গত ৭ মে করোনায় আক্রান্ত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুল ইসলাম। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এর পর তার নিকট আত্মীয় স্বজনদের নমুনা সংগ্রহ করে কভিড- ১৯ পরীক্ষার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে ১৬ মে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ রিপোর্ট আসে। এই রিপোর্ট পাওয়ার পরই উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায়। রাতেই ওই যুবককে তার বাড়ি থেকে নিয়ে আসা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড নিলুফা আক্তারের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. বন্দে আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিরা।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top