বকশীগঞ্জে দশানী নদীর বালু উত্তোলন বন্ধ করে দিলো পুলিশ

S M Ashraful Azom
বকশীগঞ্জে দশানী নদীর বালু উত্তোলন বন্ধ করে দিলো পুলিশ

শাহাজাহান পারভেজ শাহীন, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জব্বারগঞ্জ দশানী থেকে রোববার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাটের নেতৃত্বে পুলিশ সদস্যরা দশানী নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন থেকে মেরুরচর ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া জব্বারগঞ্জ দশানীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা।

রোববার দুপুর ২ টার দিকে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট তার সঙ্গীয় ফোর্স নিয়ে দশানী নদীতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও দুটি ড্রেজার মেশিন জব্দ করেন।

এছাড়াও আরো দুটি ড্রেজার মেশিন মালিক পুলিশ আসার খবর পেয়ে দ্রæত মেশিন গুলো সড়িয়ে ফেলেন। তবে পুলিশ তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় চেষ্টা করছে। অভিযানের সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আলমগীর হোসেন, উপরিদর্শক হাবিবুরর রহমান উপস্থিত ছিলেন। 

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট বলেন, বালু উত্তোলন কারীরা যেই হোক দশানী নদীতে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ সব সময় তৎপর রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top