আরো ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

S M Ashraful Azom
আরো ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

সেবা ডেস্ক:  প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরো ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

এতে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। আর এডিবির পক্ষে সই করেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক মনমোহন প্রকাশ।

এর আগে গত ১৩ এপ্রিলে কোভিড-১৯ মোকাবিলায় ২০ বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করে এডিবি। এর অংশ হিসেবে এ দশ কোটি ডলার, যা বাংলাদেশের মুদ্রায় ৮৫০ কোটি টাকার ঋণ চুক্তি সই হয়েছে।

জানা গেছে, এ ৮৫০ কোটি টাকার ঋণের সুদের হার হবে ২ শতাংশ। দশ বছর গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে এই ঋণ পরিশোধ করা যাবে।

এ সময় মনমোহন প্রকাশ বলেন, সরকার  করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য খাতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমি বিশ্বাস করি এডিবির ঋণে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি ঘটবে।

এডিবির ঢাকার কার্যালয় থেকে জানানো হয়েছে, ঋণের ৮৫০ কোটি টাকা দিয়ে কোভিড-১৯ মোকাবিলায় যত দ্রুত সম্ভব স্বাস্থ্য সরঞ্জাম কেনা হবে। বাড়ানো হবে স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা।

এছাড়া ‘কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স’ প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন সেন্টার এবং আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। বিদ্যমান ১৯টি ল্যাবরেটরি আধুনিকায়ন করা হবে। তিন হাজার পাঁচশ স্বাস্থ্যকর্মীকে দক্ষ করে তোলা হবে। যাদের মধ্যে ৫০ শতাংশ থাকবে নারী। সম্প্রতি নিয়োগ দেয়া নার্সদের দক্ষ করে তোলা হবে।

এর আগে বাজেট সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সঙ্গে ৫০ কোটি ডলার ঋণ চুক্তি করেছিল এডিবি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top