
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনায় আব্দুস সামাদ (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পিতাকে বাচাঁতে গিয়ে বৃদ্ধের দুই পুত্র রবিউল ও করিম হামলায় আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা এগারোটায় পূর্ব মাজনাবাড়ি এবতেদায়ী মাদ্রাসা মাঠে আম কুড়ানোকে কেন্দ্র করে আব্দুস সামাদের সাথে একই গ্রামের জয়নালের কথা কাটাকাটি হয়।
এই ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে জয়নাল ও তার তিন পুত্র আলতাফ, আল আমিন ও আল মামুন এবং তাদের লোকজন আব্দুস সামাদ ভূঁইয়াকে একা পেয়ে রাস্তা থেকে টেনে নিজেদের ঘরের মধ্যে নিয়ে পেটাতে থাকে।
এসময় জয়নালের সহযোগী একই গ্রামের মনসের আলীর পুত্র আব্দুল কাদের ও জামাল খলিফা, মৃত হবি ব্যাপারীর পুত্র মোজাহার, মজিবর, মতি গোয়াল, তমসের আলি ও হাসান, কোব্বাত শেখের পুত্র রশিদ, খোকা ও সুরুজ এসে ওই বৃদ্ধকে পেটায়। এতে করে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু ঘটে। খবর পেয়ে আব্দুস সামাদের দুই পুত্র রবিউল ও করিম ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে পা ভেঙ্গে দেয়।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মালী জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে।’ এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।