করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক সাংবাদিকের মৃত্যু

S M Ashraful Azom
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক সাংবাদিকের মৃত্যু

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক সাংবাদিক মারা গেছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান জানান, ভোরের কাগজের সাবেক এই সিনিয়র সাংবাদিকের করোনায় মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত নয়। তার করোনা উপসর্গ ছিল। তিনি দুইবার কোভিড-১৯ পরীক্ষা করান। প্রতিবারই ফলাফল নেগেটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ।

সুমন মাহমুদ দীর্ঘদিন ধরে অবসর জীবনযাপন করছিলেন। পেশাগত জীবনে তিনি দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top