করোনায় মৃত জামালপুরের আরেক পুলিশকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

S M Ashraful Azom
করোনায় মৃত জামালপুরের আরেক পুলিশকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুর প্রতিনিধি: করোনায় মৃত্যু জামালপুরের আরেক ট্রাফিক পুলিশ সুলতানুল আরেফিন হিরাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার হাজিপুর গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। তিনি ঢাকার মিরপুর-১৪ এলাকায় কর্মরত ছিলেন।

নমুনা পরিক্ষায় তার করোনা জেটিভ পাওয়ার তাকে রাজারবাগ পুলিশ হাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সন্ধ্যায় আইইডিসিআরের নিয়ম অনুযায়ী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইকরামুল মুসলিমুন ফাউন্ডেশনের মাওলানা আশরাফুল ইসলামের নেতৃত্বে পাচ সদস্যের টিম ও মৃত ব্যক্তির বাবা,ে ছাট ভাই এবং সাংবাদিকরা এ সময় উপস্থিত থেকে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top