
স্টাফ রিপোর্টার: কাজিপুরের চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের সাতটি গ্রামের তিরিশটি কৃষক-কৃষাণী পরিবারের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে।
চলমান করোনা প্রাদুর্ভাবের কারণে কৃষির সমৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সহায়তার এমন মহতী কাজটি করেছে সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ‘হাজী ফাউন্ডেশন নাটুয়ারপাড়া’।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী হেলাল উদ্দিন জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রি স্ব স্ব বসতভিটার খালি জায়গায় সবজির চাষ করতে পারামর্শ দিয়েছেন। এ কারণেই দরিদ্র কৃষকদের চাল কুমড়া, ঢেড়শ, পুইশাক, করলা, চাল কুমড়া ও লাল শাকের বীজ দেয়া হয়েছে।’
শনিবার দিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে কৃষকের হাতে বীজ পৌঁছে দিয়েছেন ক্যাপটেন ছাত্র সংসদের সভাপতি কবির মাহমুদ।