পিটিয়ে মারলো বিশাল আকৃতির ডলফিনটিকে!

S M Ashraful Azom
পিটিয়ে মারলো বিশাল আকৃতির ডলফিনটিকে!

সেবা ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে ফের ভেসে আসলো বিশাল আকৃতির মৃত ডলফিন। ধারণা করা হচ্ছে- জেলেদের জালে আটকা পড়ায় পিটিয়ে মারা হয়েছে বিশাল আকৃতির এই ডলফিনটিকে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার মো. শফির বিল এলাকায় এই ডলফিন দেখা যায়।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার পরিবেশ অধিদফতরের ফেসবুক পেইজে লেখা হয়, ‘আসুন সচেতন হই’; আবারও সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত ডলফিন’।

কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত ইসি এ এলাকার মো. শফির বিল সাইক্লোন সেন্টারের উত্তর পাশে ১১ ফুট লম্বা বিশাল আকৃতির মৃত ডলফিন সৈকতে ভেসে ওঠে।

ভেসে আসা ডলফিনটি পরিবেশ অধিদফতরের বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রকল্পের মো. শফির বিল ভিসিজির জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী মো. বদরুল আলম সৈকতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান।

তার ধারণা, সাগরে মাছ ধরার সময় জেলেদের জালে ডলফিনটি আটকা পড়ায় ডলফিনটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

পরে বদরুল আলম ভিসিজি সদস্যদের সহযোগিতায় মৃত ডলফিনটি মাটিতে গর্ত করে পুঁতে ফেলেন।

গেল ২৩ মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ডলফিনের দুটি দলকে খেলা করতে দেখা যায়। সেখানে মোট ২০-২৫ টি ডলফিন ছিল। আর গত দু’মাসে জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে ১২টি ডলফিন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top