করোনায় বিমান বাহিনীর মানবিক সহায়তা

S M Ashraful Azom
করোনায় বিমান বাহিনীর মানবিক সহায়তা

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, তেজগাঁও, ঢাকা এর আশপাশের নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
মঙ্গলবার এসব মানবিক সহায়তা দেয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মো. নূর ইসলাম জানান।

তিনি জানান, মানবিক সহায়তা হিসেবে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর কর্মকর্তারা এই মানবিক সহায়তা প্রদান করেন। জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top