
কাজিপুর প্রতিনিধি: করোনা কালের প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মজীবী মানুষের বন্দী জীবন-যাপন করছেন। জননেত্রি শেখ হাসিনর ঘরে থাকার আহ্বানে সাড়া দেয়ায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এই পরিস্থিতিতে এসব মানুষদের খাদ্যসামগ্রি দিয়ে সহায়তা করছে সরকার।
তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৩ শ' পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে দেয়া হয়েছে, ১০ কেজি চাল এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এমপির সৌজন্যে সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থায়নে ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম চিনি।
সোমবার দুপুরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে খাদ্যসামগ্রি বিতরণ কাজের উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউপি সচিব রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ।