
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলের রসুলপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এছাক আলীর ক্ষেতের পাকা ধান কেটে দিয়েছে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল রোববার (৩ মে) ছাত্রলীগের নেতাকর্মীরা পবিত্র রমজান মাসের রোজা রেখে দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়ে ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধার ক্ষেতের পাকা ধান কেটে বাড়ীতে পৌঁছে দেয়। করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কটের জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশে এই মানবিক কর্মসূচী পালন করছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক সোহাগ হোসেন, কালিহাতি কলেজ ছাত্রলীগের আহব্বায়ক জাহিদ, ছাত্রলীগ নেতা রাসেল রানা, আশিকুর রহমান, রাইছুল ইসলাম রাহাত সহ রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন বলেন, রসুলপুর ইউনিয়নের ছাত্রলীগের সকল কর্মীদের ধন্যবাদ যে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়েছে। আমি আশা করি তারা যেন সবসময় এইভাবে মুক্তিযোদ্ধা এবং কৃষকের পাশে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পালন করতে বাধ্য। মানুষের প্রয়োজনে পাশে আছে ছাত্রলীগ তারা সবসময় তাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ।