
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রাণঘাতি ভাইরাস করোনায় আক্রান্ত ছয় জনের সবাই এখন সুস্থ হয়েছেন। ফলে, এই উপজেলায় আপাতত কোনো করোনা রোগী নেই। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সখীপুর উপজেলায় ছয় জন করোনা রোগী শনাক্ত হয়। পরে চিকিৎসা ও দুই দফা পরীক্ষা শেষে স্বাস্থ্য বিভাগ ওই ছয় জনের সবাইকে নেগেটিভ ঘোষণা করেছে। বর্তমানে সখীপুরে কোনো করোনা রোগী নেই।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত মঙ্গলবার ও বুধবার উপজেলার লাংগুলিয়া গ্রামের রিপনের পরিবারের পাঁচজন এবং অ্যাম্বুলেন্স চালক সোনা মিয়ার দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বলেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শে ওই ছয় করোনা রোগী বাড়িতে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। এ উপজেলাতে মোট ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৪৬ জনের ফলাফলে নেগেটিভ এসেছে। উপজেলাতে এখন আর কোনো কারোনা রোগী নেই।