
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের দুই স্বাস্থ্য কর্মী প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আজ ১৩ মে বুধবার রাতে জামালপুর সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাশ এ তথ্য দেন।
জানা যায়, বকশীগঞ্জে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া কমিউনিটি ক্লিনিক ও একই ইউনিয়নের সাতানীপাড়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এর নমুনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর লক্ষণ পাওয়া যায়।
এর আগে বকশীগঞ্জ হাসপাতালে একজন সিনিয়র নার্স ও বাবুর্চিসহ ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ ও সাধুরপাড়া ইউনিয়নের ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে তাদের জামালপুর আইসোলেশনে রাখা হয় ও তারা সূস্থ্য হয়ে বাড়ি ফিরত আসেন।