বানিজ্যিক ভাবে লেবু চাষে দেলদুয়ার এক অনবদ্য নাম

S M Ashraful Azom
বানিজ্যিক ভাবে লেবু চাষে দেলদুয়ার এক অনবদ্য নাম

সেবা ডেস্ক: বানিজ্যিক ভাবে লেবু উৎপাদনে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটির পুটিয়াজানী ও লাউহাটি আজ সারা বাংলাদেশে এক অনবদ্য নাম।

জানা যায়, দেলদুয়ার উপজেলার লাউহাটি ও পুটিয়াজানী বাজার থেকে এই এলাকায় বানিজ্যিক ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের ভালো মানের লেবু এলাকার চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

এই এলাকায় লেবু চাষ  করে অনেক পরিবারে স্বচ্ছলতা ফিরে এসেছে। এই এলাকার অনেক অনাবাদি জমিসহ আবাদি জমিতেও এখন বেশিরভাগ লোক লেবু চাষ করছে। অনেকে আবার অন্যের জমি ভাড়া নিয়েও লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছে।

এই এলাকার কৃষক মাহতাবের সাথে কথা বলে জানা যায়, লেবু চাষে এখন অনেক কৃষকেই আগ্রহ প্রকাশ করছে, লেবু উৎপাদনে ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে কৃষি অধিদপ্তরের সহযোগীতা পাওয়অ যায়, তাহলে কৃষকরা লেবু চাষে আরও লাভবান হবে। ফলে এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিদেশে রপ্তানির পথ সৃষ্টির পাশাপাশি উৎপাদিত লেবু কাঁচামাল ভিত্তিক আধুনিক শিল্প স্থাপন করলে এলাকার সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top