
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে আনোয়ার হোসেন (৩০)নামে এক যুবক।
বুধবার বিকেলে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।নিহত আনোয়ার হোসেন ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়,বুধবার সকালে ৪জন জেলে মাছ ধরে সোনাহাট বিলে মাছ ধরতে গিয়ে সাঁতরিয়ে বিল পার হওয়ার সময় মাঝপথে অসুস্থ্য হয়ে পড়ে দুইজন। এ অবস্থায় সাথে থাকা জেলে মিন্টু মিয়াকে উদ্ধার করা গেলেও আনোয়ার হোসেন ডুবে নিখোঁজ হয়।
পরে দুপুরে ফায়ার সার্ভিসের নাগেশ্বরী ইউনিটের একটি দল ঘটনাস্থলে গেলে তার লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রংপুর থেকে দুই সদস্যের ডুবুরি দল এসে বিকেলে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের লাশ তার স্বজনদের হস্তান্তর করা হয়েছে।