![]() |
ফাইল ফটো |
মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি বাজার এলাকায় আজ রবিবার ৪টি ড্রেজার মেশিন ও প্লাসট্রিক পাইপ ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
এলাবাসী সুত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি’র নদীতে প্রশাসনের অগোচরে দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের পাশা পাশি আবাদী জমি নদীর গর্ভে বিলীন হতে থাকে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এর নেতৃত্বে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, দেওয়ানগঞ্জ থানা ও সানন্দবাড়ি পিআইসি'র পুলিশ টিম।
স্থানীয় সুত্রে জানা যায়, জিঞ্জিরাম নদীতে প্রায় ত্রিশ কিলোমিটারের মধ্যে মাঝে মাঝে প্রায় ২০-২৫ টি ড্রেজার মেশিন স্থাপন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো। তাতে বহু আবাদি জমি ভাঙ্গন ও নদী ভাঙ্গন সহ দেশের অনেক ক্ষতি হয়। প্রশাসন বারবার বাঁধা নিষেধ দিলে ক্ষনিকের জন্য ড্রেজার মেশিন সরিয়ে, আবারও স্থাপন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে। কখনও কখনও প্রশাসনকে ফাঁকি দিয়ে কিংবা প্রশাসনকে তোয়াক্কা না করেই তাদের কার্যক্রম অব্যাহত রাখে।
আজ বিকাল প্রায় ৩টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এর নেতৃত্বে উপজেলা প্রশাসন পুলিশ টিম সহ অভিযান চালিয়ে সানন্দবাড়ী লম্বাপাড়ার রবি আলম, শামিম, পাটাধোয়া পাড়ার আঃ লতিফ ও চটাংপাড়ার ফারুক এর ৫টি ড্রেজার ও পাইপ আগুনে পোড়ানো এবং ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন এ অভিযান অব্যহত থাকবে।
উপজেলার আর কোথায় অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।