
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ তুহীন আব্দুল্লাহর ছেলে মিতালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান আব্দুল্লাহ মিথুনের ব্যক্তিগত পক্ষ থেকে ও লোকের পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগীতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার (৩ মে ) বিকেলে উপজেলা আওয়ামীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ওই সময় কর্মহীণ হয়ে পড়া অসহায়দের মাঝে ১শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে তাদের জন্য রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য- চাউল, আটা,ডাউল, আলু, পিয়াজ, সাবান।
এসময় উপস্থিত ছিলেন, লোকের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান মো.শরীফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আকরাম হোসেন, সহ সভাপতি মো.জাকির হোসেন বাবু থানা যুবলীগের সদস্য মো.তপন মিয়া, ও স্থানীয়রা।