জামালপুরে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক টানেল

S M Ashraful Azom
জামালপুরে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক টানেল

সেবা ডেস্ক: জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের  চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে করোনাভাইরাস প্রতিরোধ জীবাণুনাশক টানেল স্থাপিত হয়েছে।

গত ৫ মে  এ টানেল  জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডাঃ মোশায়ের উল ইসলাম রতন ও সাংবাদিক এমএ জলিল।

 জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ মুখে টানেলস্থাপন করা হয়েছে। এ টানেলটি  নির্মাণে করেছে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশন কারিগরী টিম।

জেলা প্রশাসকে কার্যালয়ে প্রবেশ ও বের হবার সময় সব মানুষের শরীরে লেগে থাকা জীবাণু অকার্যকর হবে। এটি সয়ংক্রিয়ভাবে সবসময় কার্যকর থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top