বকশীগঞ্জে ধান ক্ষেত পাহাড়া দিতে দিয়ে বুনো হাতির আক্রমনে কৃষক নিহত!

S M Ashraful Azom
বকশীগঞ্জে ধান ক্ষেত পাহাড়া দিতে দিয়ে বুনো হাতির আক্রমনে কৃষক নিহত!
বকশীগঞ্জে ধান ক্ষেত পাহাড়া দিতে দিয়ে বুনো হাতির আক্রমনে কৃষক নিহত!: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় বুনো হাতির আক্রমণে আবদুল মান্নান (৫৫) নামে এক কষকৃ নিহত হয়েছেন।

বুধবার রাত ১ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান একই ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের নাদের হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভারত থেকে ৩০-৩৫ টি বুনো হাতি সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে। বুধবার রাতেও বুনো হাতির দলটি আবার সাতানি পাড়া, বালুরচর ও যদুর চর এলাকায় ধান খেতে আসে।

এদিকে ফসল রক্ষা করার জন্য স্থানীয় এলাকাবাসী হাতি তাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরও একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে । এতে করে ঘটনাস্থলেই আবদুল মান্নানের মৃত্যু হয়। 


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top