মেলান্দহে আলমের ব্যক্তিগত ত্রাণবিতরণ

S M Ashraful Azom
মেলান্দহে আলমের ব্যক্তিগত ত্রাণবিতরণ

মো. শাহ্ জামাল: জামালপুরের মেলান্দহের কুলিয়া ইউনিয়নের বাসিন্দা আলেয়া আজম কলেজের শিক্ষক ও ক্রীড়াবিদ শফিকুল ইসলাম আলম ব্যক্তিগতভাবে করোনায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছেন।

গতকাল ৩ মার্চ দু’শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এর আগে দুই সহস্রাধিক পরিবারের মাঝে চাল-ডাল-তেল-আলু বিতরন করেন। রিক্সাশ্রমিক, হোটেল শ্রমিক, বয়স্ক, প্রতিবন্ধী এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে এই ত্রাণ সমাগ্রী বিতরণ করেন।

যারা অভাবের কথা বাইরে বলতে পারেন না, রিলিফও নিতে পারছেন না এমন পরিবারকে বেছে বেছে বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী ফৌছেদেন। তার এই মহৎ কাজের প্রশংসা ছাড়াও বহু লোক দুহাত তোলে দোয়া করছেন। কিন্তু শফিকুল আলম এই ত্রাণ বিতরণে প্রচার বিমুখ। এতেই শেষনয়, আলম করোনায় সচেতনতার জন্য পুরো এলাকায় মাইকিং করছেন। টনকি বাজারসহ বিভিন্ন রাস্তার মোড়ে সেনিটাইজার স্থাপন করেছেন।

এ ব্যাপারে আলমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন-অসহায় মানুষের কষ্ট দেখলে নিজেকে স্থির রাখতে পারি না। তাই মনের ইচ্ছা পূরণেই এমনটা করছি। আমার পিতা জহুরুল হকও ছিলেন কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। সেই হিসেবে পিতার মৃত্যুর পরও অনেকেই আসেন আমার বাড়িতে। দু:খি মানুষের দুরবস্থা খুব কাছে থেকে উপলব্ধি করেছি। এই সময়ে সমাজের বিত্তবানদেরও তিনি এগিয়ে আসার আহবান জানান।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top