
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদারের ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইররাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার পৌর শহরের কাকার্থা রামখা বাজার থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের হাতে প্যাকেট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ শওকত সিকদার।
উদ্বোধনকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কালিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, প্রেসক্লাব সম্পাদক এনামুল হক, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলুসহ ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি ,সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এতে প্রতি পরিবারকে ৫কেজি করে চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, গুড়ো দুধ ও সাবান দেওয়া হয়।