
সেবা ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে প্রাণঘাতি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে জেলা প্রশাসন, পৌরসভা, চেম্বার অব কমার্স ও শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ছয় হাজার শ্রমিকের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
টাঙ্গাইল স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, ডিসি মো. শহীদুল ইসলাম, এসপি সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যেককে চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও আলু দেয়া হয়।