
কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী করোনার প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে কর্মরত কাজিপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের পিপিই প্রদান করা হয়েছে।
সোমবার বেলা দশটায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস থেকে পর্যায়ক্রমে কর্মরত অফিসার, বারটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, কাজিপুর থানায় কর্মরত পুলিশগণ এবং সাংবাদিকদেরকে পিপিই, মাস্ক, হ্যান্ড গেভস, ও চশমা দেয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের আয়োজনে করোনা ঝুঁিক মোকাবেলায় এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে করে করোনাকালিন সময়ে মাঠ পর্যায়ে কাজ করতে সবাই অধিকতর আগ্রহী হবেন।’