টাঙ্গাইলের অসচ্ছল খেলোয়ারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
টাঙ্গাইলের অসচ্ছল খেলোয়ারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলার অসচ্ছল খেলোয়ারদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স।

জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি ও এথলেটদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল আলু, পিয়াজ, লবন ও সাবান।

করোনা ভাইরাসের এই দুঃসময়ে অসচ্ছল এসব খেলোয়ার মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল হক লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক জামিল , জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান,টাঙ্গাইল ক্রীকেট খেলার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক-শ্আাজিজ তালুকদার বাপ্পি ও টাঙ্গাইল ইস্পোডিং ক্লাবের কোচ-রাসেল খান প্রমুখ।

আরিফুল হক প্রিন্স জানান, ঈদের আগ পর্যন্ত করোনা ভাইরাসের প্রভাবে স্বল্প আয়ের দিনমজুর, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top