
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন, দরিদ্র ও দুঃস্থ এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
১৩ মে জামালপুর পৌর এলাকার মুকুন্দবাড়ী, বন্দেরপাড়া ও হরিজন পল্লীর বাড়িতে বাড়িতে গিয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে ৮২০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামালপুরের ডিডিএলজি মোহাম্মদ কবির উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম (করোনাভাইরাস মনিটরিং সেল) মো. জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক জামালপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, যমুনা ব্যাংক জামালপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক আব্দুল আল মামুন ও সহকারী ব্যবস্থাপক সাইফুর রহমান প্রমুখ।
জামালপুর পৌরসভার ২ ও ৬ ওয়ার্ডে এসব পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে।