কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিবীজ বিতরণ

S M Ashraful Azom
কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিবীজ বিতরণ

সেবা ডেস্ক: “প্রতি ইঞ্চি জমি, চাষ করবো আমি” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিবীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ১২ মে বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং উপজেলা পরিষদের অর্থায়নে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

করোনায় বিপর্যস্ত পরিস্থিতিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনে বসতবাড়ির আঙ্গিনায় ও সম্ভাব্য স্থানে শাক সবজি আবাদের লক্ষ্যে উপজেলার বাংড়া ইউনিয়নের নিরাপদ সবজি গ্রাম ব্রজগাতী গ্রামে উপজেলার ২ হাজার ১৫০ জন কৃষকদের মাঝে সবজি চাষের জন্য লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, ঢেঁড়স, ঝিঙা, ধুন্দুল ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও সুফিয়া আক্তার প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আবাদি জমি ফেলে না রেখে প্রতি ইঞ্চি জমি ব্যবহারের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় আর্থিক ব্যবস্থাপনায় আমাদের কালিহাতী উপজেলার ২ হাজার ১৫০টি পরিবারকে বাড়ির আঙিনা ও তার আশেপাশের পতিত জমি চাষের আওতায় আনার প্রক্রিয়ার অংশ এই কার্যক্রম। এই কার্যক্রম করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী যে খাদ্য সংকট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে তা প্রতিহত করা সম্ভব।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top