সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করলেন তথ্য প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করলেন তথ্য প্রতিমন্ত্রী

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী নিম্ম আয়ের মানুষের মাঝে বিতরণ করেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সাংসদ চিকিৎসক মুরাদ হাসান।

১২ মে বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা এসইএসডিপি মডেল হাইস্কুল মাঠ ও পৌর এলাকার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭ শতাধিক অসহায়, কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সেমাই ও হাত ধোয়ার সাবান।

এ সময় প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, করোনার পাদুর্ভাব শুরুর পর থেকে প্রধানমন্ত্রী দেশের কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। করোনার এই সময়ে কোন মানুষ যাতে অনাহারে না থাকেন সেটি দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ পৌর এলাকায় ও পোগলদিঘা ইউনিয়নে কর্মহীন অসহায়দের মাঝে তার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণ অব্যাহত থাকবেও বলে তিনি বলেন।

এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, লেখক ও শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ফ ম চিকিৎসক শাহানশাহ মোল্লাহ, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদ আহাম্মেদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু প্রমুখ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top