
সেবা ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে দেলদুয়ারের দেউলি ইউনিয়নের কর্মহীন নিম্নআয়ের মানুষ, অটো শ্রমিক ও শিশুদের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার ফারহানুল কবির, দেলোয়ার হোসেন, আব্দুল বাসেত, উপজেলা প্রকৌশলী অফিসের নক্সাকার আলী হোসেন, মৎস্য অফিসের লিফ রায়হান মিয়া, পরিবার পরিকল্পনা অফিসের এফএএআই মোশারফ হোসেন, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক শরিফুল ইসলাম ও দেউলি ভূমি অফিসের অফিস সহায়ক সোহেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দেউলি ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু ও সকল ওয়ার্ডের মেম্বারবৃন্দ।
এ সময় ৩৪৪ জন নিম্নআয়ের মানুষ, ১২৫ জন অটো চালক ও ৪০ জন শিশুর মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।