
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের মেরুরুচর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত মো. শাহজাহান আলী করোনা দুর্যোগ উপলক্ষে তার ব্যক্তিগত অর্থে বিভিন্ন গ্রামের ৫৫০ জনকে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গী বিতরণ করেছেন।
শুক্রবার দুপুরে শাহজাহান আলীর জাগির পাড়া গ্রামের নিজ বাড়িতে উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ফায়ার সার্ভিস কর্মী মো. শাহজাহান আলী, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রিন্স ,সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও শাহজাহান আলীর নিজস্ব অর্থায়নে জাগির পাড়া জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।