
মাহবুবুর রহমান, টঙ্গী : টঙ্গীতে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি নিম্ন আয়ের মানুষের মাঝে শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মৌসুমী শাক সবজি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির আহমেদ, ফাউন্ডেশনের উপদেষ্টা ও ৫৫ নং ওয়ার্ড কাউন্সিল আবুল হাসেম, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান টিটু, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ।
শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনের নেতাকর্মীরা বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সমাজের কর্মহীন পরিবারের মাঝে সপ্তাহে দুই দিন করে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বিতরণ করছি।
যারা এই দূর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চান, কিন্তু ব্যস্ততার কারনে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।