চোর বলার অপরাধে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত-১

S M Ashraful Azom
চোর বলার অপরাধে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত-১

শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারীতে সুপারী চোরকে আটক করার অপবাদে অপহরণ করে চাঁদার দাবী করা হয়। এর জেরধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত¦র আহত করা হয়েছে। মঙ্গলবার দুপরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাঘমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক মাষ্টার (৪৮) ও তার ছোট ভাই নাসির উদ্দিন (৪৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, পদ্মারচর গ্রামের নুরুল আমিন, রঞ্জু, মাইদুল, সাইফুল স্বপন ও মুকুল গং নুরুল আমিনের নেতৃত্বে বাঘমারা গ্রামের আবেদ আলী মেম্বারের সুপারী বাগানে দীর্ঘদিন থেকে সুপারী চুরি করে আসত। গত ১০ মে রাত ১০ ঘটিকার দিকে আশিকুর রহমান ও আল মামুন সুপারী চোরদেরদেরকে সুপারী চুরি করতে দেখে ফেলে এবং চোরদের আটক করে। পরে চোরগং জোড় পূর্বক আশিকুর ও মামুনকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে ১ লাখ টাকার চাঁদাদাবী করলে তারা টাকা দিতে অপারগ হয় এবং এলাকার লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়ী পৌছিয়ে দেয়।

গত ১২ মে মঙ্গলবার সকালে নাসির উদ্দিন জমিতে ধান কাটতে গেলে সেখানে অপহরন কারীরা নাসিরের কাছে চাঁদার দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় উপর্যপুরি কিল, ঘুষি, লাথি এবং লাঠি দ্বারা এলোপাথারি ভাবে মারপিটে গুরতর আহত করে। পরে নাসিরের বড় ভাই রফিক মাষ্টার সংবাদ পেয়ে তাকে উদ্ধার করতে গেলে তাকেও ধারলো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় আশপাশের  লোকজন তাদেরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।

রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মো. আব্দুর রাজ্জাক জানান, আহত ব্যাক্তির অবস্থা আশংকাজনক মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এব্যপারে রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top