বকশীগঞ্জে ধান ক্ষেতে হাতির তান্ডব, ১০ একর জমির ধান খেয়ে সাবাড়

S M Ashraful Azom
বকশীগঞ্জে ধান ক্ষেতে হাতির তান্ডব, ১০ একর জমির ধান খেয়ে সাবাড়

শাহজাহান পারভেজ শাহীন, বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘল কোনা, সোমনাথ পাড়া এলাকায় বুনো তান্ডবে কৃষকের পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে ভারত থেকে আসা ৩০-৩৫ টি বুনো হাতি বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া, দিঘল কোনা, যদুর চর, বালুর চর এলাকায় প্রবেশ করে।

হাতির দল রাতেই কৃষক গোলাপ হোসেন ,জালাল মিয়া, মুহাম্মদ হানিফ , জবের আলী , জাহাঙ্গীর আলম , সাজ্জাদ হোসেন ও  জয়নাল আবেদিনের প্রায় ১০ একর জমির উঠতি পাকা ধান খেয়ে সাবাড় করে ফেলেছে।

স্থানীয় লোকজন ও কৃষক পটকা ফুটিয়ে  ও মশাল জ্বালিয়ে হাতি তাড়নোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বুধবার ভোরে হাতির পাল সোমনাথ পাড়া , টিলাপাড়া পাহাড়ে চলে যায়।

প্রতি বছরই ধান পাকা শুরু হলে ভারত থেকে হাতির পাল এসে বাংলাদেশী কৃষকের ফসল খেয়ে বিনষ্ট করে থাকে।

এদিকে শ্রমিক সংকটের কারণে পাহাড় অধ্যুষিত এলাকার পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। বুনো হাতি নিয়ে চরম আতঙ্কে রয়েছেন কৃষক ও স্থানীয় মানুষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার জানান, স্থানীয় লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং হাতি তাড়াতে জেনারেটরের মাধ্যমে সীমান্তে বিদ্যুতায়ন করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top