
মানুষের প্রয়োজনে মানুষ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ব্যবসায়ী আমিনুল ইসলাম আঙ্গুর করোনায় কর্মহীনদের ত্রাণ সহায়তা দিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার মেঘাই দাখিল মাদ্রাসা মাঠে ১১০ টি কর্মহীন দরিদ্র পরিবারকে দশ কেজি করে চাল দেয়া হয়। বিতরণ কাজের উদ্বোধন করে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় তিনি বলেন, ‘ সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এবং সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাবেবের নির্দেশ মেনে আমিনুল ইসলাম দরিদ্রদের সহায়তা দিচ্ছেন। উপজেলা আ.লীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।’
বিতরনকালে উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান, কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন মাস্টার, ওয়ার্ড আ.লীগ সভাপতি আমিনুল ইসলাম , উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ইমন প্রমূখ।