
জামালপুর প্রতিনিধি: জামালপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় বিধবা, অতি বয়স্ক, শারীরিক ভাবে অচল, পঙ্গু, হতদরিদ্র অসহায় পাঁচ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সোমবার সকাল ১০ টায় জামালপুর আব্দুল হামিদ স্টেডিয়ামে ফাউন্ডেশনের পক্ষে থাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম আজাদ।
প্রতিজনকে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, আধা কেজি তেল, দেয়া হয়। এছাড়া শিশুদের জন্য আড়াইশ গ্রাম সুজি, ১ প্যাকেট বিস্কুট এবং আড়াইশ গ্রাম লবণ খাদ্যের প্যাকেট দেয়া হয়েছে।
৩৫ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এস এম আজাদ, অধিনায়ক বিজিবি জামালপুর বলেন, ৩৫ ব্যাটালিয়ন বিজিবি বিভিন্ন সময় সাধারণ অসহায় মানুষের পাশে গিয়ে তাদেও সহযোগিতার হাত বাড়িয়েদেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিভিন্ন জায়গায় একহাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।