
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: “মুজিব বর্ষের উদ্দিপন, আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এ শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শেরপুরের শ্রীবরদীতে দরিদ্র অসহায় আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৪ মে সোমবার দুপুরে শেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পৌর শহরের আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ৩শ সদস্যর মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন শেরপুর জেলা আনছার ব্যাটালিয়ানের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা কমান্ড্যান্ট শাহাদাৎ হোসেন।
তিনি প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মশারির ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করেন। এসব বিতরণের আগে আনসার ভিডিপি সদস্যদের উদ্যেশে তিনি বলেন, সরকার চেষ্টা করছে, যারা ঘরে বসে আছে, তাদের খাবারের জন্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছেন। যারা শ্রমজীবি। এখন কর্মহীন হয়ে ঘরে বসে আছেন। ওইসব আনসার ভিডিপি সদস্যদের জন্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরো বলেন, জেলা ১৫শ পরিবারকে এসব সহায়তা দেয়া হচ্ছে। তবে এটা বেশি কিছু না। আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে উপহার মাত্র।
এ সময় উপস্থিত ছিলেন আনছার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রৌশনারা বেগম, প্রশিক্ষক সুমন মিয়া প্রমূখ।