
কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঘরে থাকা চারশ হতদরিদ্র পরিবারের মাঝে খাবার সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে বারটায় চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় সরকারিভাবে প্রতিজনকে ১০ কেজি করে চাল এবং কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের অর্থায়নে এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই প্রদান করা হয়েছে।
বিতরণকালে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।