
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ১৮টি কওমী মাদরাসা ও এতিম খানার মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের বিশেষ বরাদ্দের ১০হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে সংশ্লিষ্ট কওমী মাদরাসার মুহতামিমদের হাতে উক্ত বরাদ্দের নগদ অর্থ তুলে দেয়া হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, কওমী মাদরাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও কেএম সুলতান মাহমুদ প্রমুখ।