
সেবা ডেস্ক: শ্রমিক না পেয়ে বিপাকে পড়া এক কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন সখীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার পৌরসভার ৯নং ওয়ার্ডের অসহায় ৩জন কৃষকের ৫৭ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলামের নির্দেশেই তারা উপজেলার অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ এর তত্বাবধানে এ ধান কাঁটা হয়৷
ধান কাঁটায় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল মাহমুদ প্রান্ত, উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার আনাম শাহিন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের আহবায়ক খন্দকার বিজয়, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন আহমেদ, সখীপুর উপজেলা ছাত্রলীগ নেতা মিজান, রুবেল, শরীফ, সুমন, আলামিন, রনি, রাসেল, সবুজ, সাগর, আতিক প্রমুখ।