টঙ্গীতে পোশাক শ্রমিক স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

S M Ashraful Azom
টঙ্গীতে পোশাক শ্রমিক স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

মাহবুবুর রহমান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে গার্মেন্টস কর্মী স্বামী-স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার তাদের উভয়কে টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা উভয়ে টঙ্গীর ২টি পোশাক কারখানায়  আলাদাভাবে চাকরি করেন। স্বামী-স্ত্রী উভয়ে গণস্বাস্থ্য হাসপাতালে করোনা টেস্ট করাতে গেলে উভয়ের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

এছাড়া ওই দিন গণস্বাস্থ্য হাসপাতালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার একজন কনস্টেবলেরও করোনা পজেটিভ ধরা পড়ে। হাসপাতালের পরিচালক জানান, তাদের হাসপাতালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ১৯ জন সদস্যসহ মোট ৩৮ জনের করোনা টেস্ট করা হয়।

তাদের মধ্যে ২জন গার্মেন্টস কর্মী ও ১জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ ধরা পড়ে।

গার্মেন্টস শ্রমিক ২ জনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
করোনায় আক্রান্ত স্ত্রী টঙ্গীর গাজীপুরার একটি পোশাক কারখানায় ও স্বামী এরশাদনগর শালিকচূড়া এলাকার একটি পোষাক কারখানায় চাকরি করেন। ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে  ৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top