
সেবা ডেস্ক: করোনার এই সংকটময় সময়ের মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দিল্লিসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে।
শুক্রবার রাতে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা মাঝারি হলেও কয়েক সেকেন্ড ধরে তা স্থায়ী হয়। এতে ভয়ে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসে। তবে এখনো কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শুক্রবার রাত ৯টা ৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল দিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে, হরিয়ানার রোহতকে।
এনসিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৬।
গত ২৫ মে উত্তরপূর্ব ভারতের মণিপুরে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দু'টি ভূমিকম্প হয়। প্রথমটির তীব্রতা ৫.৫ রিখটার স্কেল। মণিপুরের বিষ্ণুপুর জেলা থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর উৎসস্থল। দ্বিতীয় কম্পন অবশ্য একদমই মৃদু ছিল। এর তীব্রতা ছিল ২.৬।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।