টাঙ্গাইলে অবৈধ ওষুধ বিক্রির দায়ে জেল-জরিমানা

S M Ashraful Azom
টাঙ্গাইলে অবৈধ ওষুধ বিক্রির দায়ে জেল-জরিমানা

সেবা ডেস্ক: টাঙ্গাইল শহরে রেজিস্টেশনবিহীন ওষুধ ও মাদক দ্রব্যের পরিপূরক ‘লোপেন্টা’ বিক্রির অপরাধে ৩ জনকে এক বছর করে তিনবছর বিনাশ্রম কারদন্ড ও আরো ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের নিউ মার্কেট ও সদর থানার পাশে এ র‌্যাবের অভিযান পরিচালনা শেষে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ও মাদক দ্রব্যের পরিপূরক ‘লোপেন্টা’ ওষুধ বিক্রির অপরাধে মফিজ মেডিকেল হলের কর্মচারী মির্জা গালিবকে ১ বছর, মিতা মেডিকেল হলের মালিক কামরুল চৌধুরীকে ১ বছর ও নাছির মেডিকেল হলের মালিক নাছির উদ্দিনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও উৎসব মেডিকেলকে ৫ হাজার, রাজু মেডিকেলকে ৫ হাজার এবং মফিজ মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top